
শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে জিয়া পরিষদ-এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা ও ইফতার
ঠাকুরগাঁওয়ে জিয়া পরিষদ-এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা ও ইফতার
দেশায়ন ডেস্ক : জিয়া পরিষদ,ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে শহরের সার্কিট হাউজ সংলগ্ন প্রফেসর চৌধুরী মো. হুমায়ুন কবীর স্যারের বাসভবনে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির জেলা কমিটির যুগ্ম সধারণ সম্পাদক পয়গাম আলী ও বিএনপির দফতর সম্পাদক মামুন আর রশিদ। এসময় সংগঠনের সভাপতি প্রফেসর চৌধুরী মো. হুমায়ুন কবীর স্যারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলী, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুবিন রতন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. কামাল হোসেন সুলতান, মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা কমিটির অন্যান্য সদস্য এবং সম্পান্মিত শিক্ষকবৃন্দ।