
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের বাহাদুরপাড়ায় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল
ঠাকুরগাঁওয়ের বাহাদুরপাড়ায় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল
স্টাফ রিপোর্টার : জমজমাটপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার বাহাদুরপাড়ায় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ইউনিয়নের “ঠাকুরগাঁও পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউট” মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় “টিজিবিএইচএস-ফুটবল প্লানেট” টিম ১-০ গোলে “টিকাপাড়া ফুটবল টিম’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
জগন্নাথপুর ইউনিয়নের স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠান রেনেসা ক্লাবের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো: আবু শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (লিটন), গেষ্ট অব অনার জেলা বিএনপির প্রচার সম্পাদক মো: রবিউল ইসলাম, বিশেষ অতিথি সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাত হোসেন সাজু, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো: বুলেট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: আলাল।
ফাইনাল খেলায় প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে “টিজিবিএইচএস ফুটবল প্লানেট” টিম একটি গোল করে। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে ১-০ গোলেই খেলা সমাপ্ত হয়। শেষে উভয় টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম।
উল্লেখ্য, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ১৬ টি টিম অংশগ্রহণ করে।