
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে ইউসিবি’র বৃক্ষরোপণ কর্মসূচি
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে ইউসিবি’র বৃক্ষরোপণ কর্মসূচি
দেশায়ন ডেস্ক : জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি। এ উপলক্ষে বুধবার সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি ঠাকুরগাঁও পিএলসি’র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অত্র শাখার প্রধান আবু খালেদ মো: ওয়ালিউল্লাহ, বিশিষ্ট বৃক্ষপ্রেমী এ্যাড. মো: জাহিদ ইকবাল, অত্র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মো: বাদশাহ আলমগীর, শিক্ষক মো: আব্দুল মান্নান, মাও. মো: মিজানুর রহমান, মো: শাহনেওয়াজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় মাদ্রাসার বিভিন্ন ফাঁকা স্থানে নানা ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচী পালন করা হয়। ব্যাংকটির পক্ষ থেকে এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান ব্যাংকটির ঠাকুরগাঁও শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অত্র শাখার প্রধান আবু খালেদ মো: ওয়ালিউল্লাহ।