
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
দেশায়ন ডেস্ক : বিভিন্ন আয়োজনে ৭ম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। রোববার দিবসটি পালনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) তন্ময় কুমার ধর, মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, শ্রমিক ইউনিয়নের নেতা নজরুল ইসলাম প্রমুখ।
দিবসটি পালনে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে আলোচনা সভা, ঠাকুরগাঁও বিআরটিএ সার্কেল চত্ত¡রে পেশাজীবি গাড়ী চালকদের চক্ষু, রক্তচাপ ও আরবিএস পরীক্ষা, শহরের গুরুত্বপুর্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে জনসচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।