শিরোনাম:
ঠাকুরগাঁও, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

Deshayan
বুধবার ● ২৬ জুন ২০১৯
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » আলোকিত হোক তোমাদের বিবেক : আফরোজা রিকা
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » আলোকিত হোক তোমাদের বিবেক : আফরোজা রিকা
৮৩২ বার পঠিত
বুধবার ● ২৬ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলোকিত হোক তোমাদের বিবেক : আফরোজা রিকা

---কী হচ্ছে এসব। এ যেন ধর্ষণের মহোৎসব। আগে মাসে / বছরে একটা ধর্ষণের ঘটনা শোনা যেত। তারপর দুই হপ্তা, এক হপ্তা। এখন প্রতিদিন, তাও একটি নয় প্রত্যেক জেলা শহরে অন্তত দুই/তিন করে। কী শাস্তি হচ্ছে অপরাধীর ? কারা প্রতিবাদ করছি ? কয়দিন মাঠে প্রতিবাদ করব ? রোজ রোজ, দুইবেলা, তিনবেলা ? তারপরও কি শাস্তি হবে ধর্ষকামীর ? নিশ্চিত আপনি ?

আগে শুনতাম তরুণী বা গৃহবধ‚দের শ্লীলতাহানির ঘটনা। মেনে নিতে পারিনি। অপরাধীর শাস্তি দাবি করেছি, তপ্ত রৌদ্রে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। অপরাধী ধরা পড়েছে কখনো কখনো, কয়েকদিন পরে ছাড়াও পেয়েছে। ধীরে ধীরে ধামাচাপা পড়েছে ঘটনা। আর নির্যাতিতা? প্রতিদিন মরেছে একটু একটু করে। প্রতিদিন মেরেছে সমাজ একটু একটু করে। এ যেন আরেক ধর্ষণ, চলেছে দিনের পর দিন।

নির্মম সত্য হলেও এখন শুনতে হয় এক বা দুই বছরের শিশু কন্যারা শিকার হচ্ছে। শিউরে উঠি। আতঙ্কিত হই সকল শিশুকন্যাদের জন্য।

বেড়ে গেছে ধর্ষণের ঘটনা। সমাজে এত বেশি ধর্ষকামীর আধিক্য আপনাদের কোন না কোন ভুলের কারণে নয় তো ? ইদানীং প্রায়শই দেখি পুরুষরা নারীদের নগ্ন, অর্ধনগ্ন ছবি, পোট্রেট সোস্যাল মিডিয়ায় প্রচার করছে নির্দ্বিধায়। তাদের আবার হাজার ফলোয়ার। অথচ মুখে বলছে অন্য কথা। নারী শ্লীলতাহানির ঘটনায় কাঁদো কাঁদো দুঃখের পোস্ট দিয়ে যথেষ্ট বাহবা কুড়াচ্ছে। এ যেন ভ‚তের মুখে রাম নাম শুনি।

একবারও কি ভেবে দেখেছ কারা করছে এসব বর্বর কাজ, প্রান্তিক অঞ্চলে ? হ্যাঁ, অশিতি কেউ, যার হাতে শিার আলো নেই, কিন্তু আছে এন্ড্রয়েড মোবাইল সেটটি। যার মাধ্যমে পৌঁছে যাচ্ছে তোমার কুরুচিপ‚র্ণ বার্তা।
হে কাপুরুষ কবে নারীকে মানুষ ভাববে ? তোমার বিকৃত মনের খোরাক নয়। যার প্রভাব আঁধারে ঘ‚র্ণায়মান অমানুষের মনে ফেলছে। একবারও কি ভেবে দেখেছ, কতটা দোষী তুমি / তোমরা ? মনে কি থাকে যা প্রকাশ করতে তুমি / তোমরা লালায়িত সেই মাংসপিÐ দুটি তোমার মায়ের বুকের উপরিভাগেও আছে। যার একটু নিচেই মমতার হৃদয়টা লুকোনো। যার অমিয় সুধায় তুমি পুষ্ট হয়ে বেঁচে আছ। নারীকে ‘মাল’ ভাবার আগে ‘ল’ টা বাদ দাও, দেখ মা হয় কি না ? হে শিতি নামধারী ! কী করে পার তুমি/ তোমরা মা’কে অর্ধনগ্ন করে সোস্যাল মিডিয়ায় প্রচার করতে ? তুমি / তোমরা ধর্ষকামীর চাইতে অপরাধী কম কী সে ? ওহ, তুমিতো জানই এ সমাজে ধর্ষকামীর শাস্তি নেই। তাই তুমি / তোমরাও বেকসুর খালাস, বিবেকের আদালতে।

বলছি ভন্ডামীটা এবার থামাও। কাল তুমিও বাবা হবে। তোমার কন্যাশিশুটির সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনায় স্থবির হয়ে থাকবে। সেদিনও ধর্ষকামীর শাস্তি হবে না। যতই আমাদের মত নারী এবং সচেতন পুরুষ চিৎকার করুক, ঘ‚ণে ধরা সমাজে সত্য বড়ই বেমানান।

তাই মুখে মহৎ বাণী প্রচার করা ভন্ড, ভন্ডামীটা থামাও। পারলে অন্যায়ের প্রতিবাদী হও, অন্যায়কারী নয়। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, এসো ঘ‚ণপোকাটা পুড়িয়ে মারি। এই সমাজে সত্যিকারের জ্ঞানের আলো বিলাই, আর ধর্ষকামীর শাস্তি নিশ্চিত করি। আর প্রার্থনা করি আলোকিত হোক কাপুরুষের বিবেক।

লেখক :- আফরোজা রিকা,
সভাপতি,
নারী মুক্তি সংসদ, ঠাকুরগাঁও
সম্পাদক, বোধন।





ঠাকুরগাঁও এর আরও খবর

ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি
ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুট মিলে আগুন : কোটি টাকার ক্ষয়ক্ষতি ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুট মিলে আগুন : কোটি টাকার ক্ষয়ক্ষতি
সংস্কার ও নির্বাচন দুটিই হউক : নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার ও নির্বাচন দুটিই হউক : নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নবীণ-প্রবীণদের সমন্বয়ে এই বাংলাদেশটাকে সুন্দর করাই হলো আমাদের লক্ষ্য : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নবীণ-প্রবীণদের সমন্বয়ে এই বাংলাদেশটাকে সুন্দর করাই হলো আমাদের লক্ষ্য : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ
ঠাকুরগাঁও কাচারী জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন ঠাকুরগাঁও কাচারী জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)