
রবিবার ● ২২ জুন ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের ৪নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু
ঠাকুরগাঁওয়ের ৪নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু
দেশায়ন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার পৌরসভার ৪নং ওয়ার্ড (জেলা পরিষদ মার্কেটের সামনে) এ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সহ সভাপতি অধ্যাপক মো: ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনানসহ ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি করতে পেরে খুশি হয়েছেন দলের নেতাকর্মীরা।
এ সময় ৪নং ওয়ার্ড বিএনপিতে সদস্য ফরম পূরণ করে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম ১নং সদস্য হিসেবে নাম নবায়ন করেন। ২নং সদস্য হিসেবে নাম নবায়ন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন। পরবর্তিতে অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকগণ ফরম পূরণ করে সদস্য নবায়ন বা নতুন সদস্যপদ লাভ করেন।