
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের তথা দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র কর্মকর্তা-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে চেক প্রদান অনুষ্ঠানে চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্য ড. সেলিমা আখতার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইএসডিও সাধারণ পরিষদের সদস্য মো. আখতারুজ্জামান (উপ-পরিচালক (অব:), মাধ্যমিক ও উচ্চশিা, রংপুর অঞ্চল, রংপুর), হেড অফ ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অফ এইচআর মো. আবুল মনসুর সরকারসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কর্মরত স্বপন কুমার সাহা (হেড অফ রিজিওন, প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও), আব্দুল মান্নান (এরিয়া ম্যানেজার, বগুড়া, সিরাজগঞ্জ জোন), মোঃ বদিউজ্জামান (ব্রাঞ্চ ম্যানেজার, মহেন্দ্রনগর, লালমনিরহাট), মোছাঃ হালিমা খাতুন (হিসাবরক, মহারাজাহাট, ঠাকুরগাঁও), মোঃ নাজমুল হোসেন (ফিল্ড অফিসার, দুর্গাপুর শাখা, রাজশাহী) এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।