
বুধবার ● ২৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত’র ঈদ উপহার বিতরণ
ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত’র ঈদ উপহার বিতরণ
দেশায়ন ডেস্ক : এসএসসি-২০০০ ঠাকুরগাঁও কিংবদন্তী বন্ধুবৃত্তের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ ইপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাল্টিপারপাস হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
“বন্ধুরা সব পাশে আছি, অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানে এসএসসি-২০০০ ঠাকুরগাঁও কিংবদন্তী বন্ধুবৃত্তের আয়োজনে বিতরণকালে উপস্থিত থেকে উপহার সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেন কিংবদন্তী বন্ধুবৃত্ত গ্রুপের প্রতিষ্ঠাতা শারমিন আক্তার, রিয়াজ, আজিজার, আঁখি, নাহিদা, প্রিন্স, মিরু ও ২০০০ ফোরামের প্রতিষ্ঠাতা মাহমুদ জাভেদসহ অন্যান্য সদস্যগণ।
এ সময় এসএসসি-২০০০ ঠাকুরগাঁও কিংবদন্তী বন্ধুবৃত্তের পক্ষ থেকে আশ পাশের এলাকার প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।