
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২ বাংলাদেশীকে ফেরত আনলো বিজিবি
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২ বাংলাদেশীকে ফেরত আনলো বিজিবি
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২ ব্যক্তিকে ফেরত আনলো বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র তৎপরতা, নিরলস প্রচেষ্টা ও বিএসএফ’র সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে ৫০ বিজিবির অধীনস্থ বেতনা বিওপির দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ৭২ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল কর্তৃক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে উল্লেখিত ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন, জেলার রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) ও একই গ্রামের মদন নাথের ছেলে পূর্ন নাথ (২৬)। এ সময় তাদের সঙ্গীয় ৩ জন বাংলাদেশী নাগরিক ঘটনাস্থল হতে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ জানায়।
পরবর্তিতে বিএসএফ এর নিকট আটককৃত বাংলাদেশী নাগরিকদ্বয়কে ফেরত আনার বিষয়ে বিজিবি কর্তৃক যোগাযোগ অব্যাহত রাখা হয়। অদ্য বৃহস্পতিবার দুপুরে বিএসএফ সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর নিকট ভারতের অভ্যন্তরে মানিকখাড়ী নামক স্থােেন অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উল্লেখিত ২জন আটককারীকে ফেরত দেয় বিএসএফ।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে বিজিবি কর্তৃক আটককৃত ২ জনকে হরিপুর থানায় সোপর্দ করা হয়।