
সোমবার ● ৮ জুন ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন
দেশায়ন ডেস্ক : বিনা টেস্ট বিনা চিকিৎসায় মরতে চাইনা! চিকিৎসা পাওয়া আমার অধিকার! - এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। করোনা প্রতিরোধে সর্বস্তরের ঠাকুরগাঁওবাসীর ব্যানারে আজ সোমবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো,জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হক বাবু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতা রওশন করোনা ভাইরাসে মারা যাওয়ায় জেলার হাসপাতালে পিসিআরল্যাব ও আইসিইউ না থাকার কারনকেই দায়ী করছেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।