শিরোনাম:
ঠাকুরগাঁও, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

Deshayan
রবিবার ● ১ মার্চ ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ইকো পাঠশালা এন্ড কলেজের সমাপনী অনুষ্ঠান
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ইকো পাঠশালা এন্ড কলেজের সমাপনী অনুষ্ঠান
৭২৪ বার পঠিত
রবিবার ● ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইকো পাঠশালা এন্ড কলেজের সমাপনী অনুষ্ঠান

---দেশায়ন ডেস্ক : তখন ছিল রোদেলা বিকেল। ছিল সোনালি ফাগুনী হাওয়ায় উৎসবের আমেজ। এমনই সময় উপস্থিত সকল অতিথি,শিশু-কিশোর-কিশোরী পুলকিত হচ্ছিল বার বার।

গত শনিবার বিকেলে ইকো পাঠশালা এন্ড কলেজ সপ্তাহের সমাপনী উপলে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সংগীত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকের আয়োজন করা হয়। বর্ণিল রঙে সজ্জিত প্রাঙ্গণ ছিল দৃষ্টি নন্দন মনোরম লাল মঞ্চ সন্নিবেষ্টিত, কলতানে মূখরিত ছিল সারা প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. একেএম কামরুজ্জামান সেলিম, গেস্ট অব অনার ছিলেন পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান,পিপিএ, গেস্ট অব অনার জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী, গেস্ট অব অনার রংপুর বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো. আখতারুজ্জামান। সভাপতি ছিলেন ইএসডিও নির্বাহী পরিচালক ও কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান। আরো উপস্থিত ছিলেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, অধ্যক্ষ মেজর আইয়ুব আলী, সাবেক জেলা শিক্ষা কর্মকতা ও সরকারি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহম্মদ জালাল উদ-দীন, দৈনিক লোকায়ন সম্পাদক সাকের উল্লাহ, ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধ্যক্ষ জোহরাতুন্নেছা প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যায় সংগীতানুষ্ঠান এবং বীর মুক্তিযুদ্ধগাথার উপর নাটক প্রদর্শিত হয়।

প্রথমেই ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করে বলেন, ২০০১ সালে সুশিক্ষাদানের উদ্দেশ্যে এই অঞ্চলে আদর্শ শিক্ষাদানের লক্ষ্যে যে আলোকিত অভিযাত্রা শুরু হয়েছিল, তা আজ মহিরুহে পরিণত হয়েছে। মাত্র ২৩ জন শিক্ষার্থী থেকে সহসাধ্রিকে উন্নীত হয়েছে। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন নিবেদিত শিক্ষক এবং ছাত্র-ছাত্রী নিয়ে আমরা ইকো পাঠশালা এন্ড কলেজকে দেশ জাতির জন্য মানসম্মত শিক্ষদানে গুনগত মানের ক্ষেত্রে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবো বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি। এর সঙ্গে বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিকুলাম মোতাবেক তথ্য-প্রযুক্তির সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে অভ্যাগত সুধিমন্ডলীর উপস্থিতিতে ‘আলোকিত ভূবন’ নামে বার্ষিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এ পর্যায়ে অভিভাবক ডা. সালমা সুলতানা বক্তব্য দেন। আলোচনার পর ইএসডিও নির্বাহী পরিচালক ও কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান ও গেস্ট অব অনার অধ্যক্ষ সেলিমা আখতার অতিথিদের ক্রেস্ট প্রদান করেন।

আলোচনা পর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. একেএম কামরুজ্জামান সেলিম বলেন ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষকরা মা-বাবা’র মত নিজের করে ¯েœহেময়ী হয়ে ছেলে-মেয়েদের শিক্ষা দেন। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। শিক্ষকদের এবং অধ্যক্ষকে এ কারণে ধন্যবাদ জানাই। লেখা-পড়া কষ্টের বিষয়। আমি লক্ষ্য করছি সামনের দিনে ইকো পাঠশালা এন্ড কলেজের আশাব্যঞ্জক ভবিষ্যত। এ ক্ষেত্রে অভিভাবকদের ইতিবাচক মনোভাব রাখতে হবে। এখানে ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে খুবই আশাবাদী।

অনুষ্ঠানের গেস্ট অব অনার পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান,পিপিএম বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিারীতি এবং কো-কারিকুলাম কর্মকান্ড দেখে প্রশংসা করতে হয়। প্রতিষ্ঠানের শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনিক দিক বেশ উন্নত। তাই এর উন্নতি অবশ্যম্ভাবী। শিক্ষার্থীদের একটি কথা মনে রাখতে হবে স্বাস্থ্য ঠিক রাখলে মন ভালো থাকে আর মন-মনন ভালো হলে লেখা-পড়া করা সম্ভব।

গেস্ট অব অনার জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী বলেন, ইকো পাঠশালা ও কলেজ যেমন শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে তাতে, শুধু ঠাকুরগাঁয়েই নয় একদিন দেশের সকল শিাপ্রতিষ্ঠানের চাইতে উচ্চে অবস্থান করবে। আগামীতে ইএসডিও ইঞ্জিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে এই শিাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁওয়ে নজির স্থাপন করবে বলে আশা রাখি।

গেস্ট অব অনার রংপুর বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, আগামী দিনের ভবিষ্যত কর্ণধার এই ছাত্র-ছাত্রীরা ধীরে ধীরে পরমত সহিষ্ণু হয়ে উঠতে শিখবে। বড় হয়ে দেশের সেবা করার ব্রত নিয়ে গড়ে উঠবে। এভাবে এই শিক্ষা নিকেতনে এক আলোকিত ভূবন সৃষ্টির নিরন্তর চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি শিা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আমাদের এই বিদ্যনিকেতনের শিার্থীরা প্রতি বছর কৃতিত্বের সার রাখছে। এটা যেমন আনন্দের সেই সঙ্গে তারা জ্ঞান ভিক্তিক শিা অর্জন করতে পারছে।

এছাড়াও অনুষ্ঠানে ছিলেন সাবেক ক্রীড়া কর্মকর্তা আবু মহী উদ্দীন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদুল ইসলাম, সাংবাদিক প্রেসকাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, এটিএন বাংলার সাংবাদিক ফিরোজ আমিন সরকার, নাহিদ রেজা, জয় মোহন্ত অলক। অংশ নেয় শত শত শিক্ষার্থী। উপস্থিত ছিলেন কৃতবিদ্য শিক মন্ডলী,অভিভাবক, সুভানুধ্যায়ীরা, ইএসডিও’র হাজার কর্মীবৃন্দ।





উন্নয়ন-সম্ভাবনা এর আরও খবর

ঠাকুরগাঁওয়ের কহরপাড়া ইক্ষু ফার্মে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ঠাকুরগাঁওয়ের কহরপাড়া ইক্ষু ফার্মে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁওয়ে উত্তরণ ক্রীড়াচক্র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে উত্তরণ ক্রীড়াচক্র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে ইউসিবি’র বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে ইউসিবি’র বৃক্ষরোপণ কর্মসূচি
ঠাকুরগাঁওয়ে সাত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে সাত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিদায় সংবর্ধনা
ঠাকুরগাঁও জেলা প্রশাসক যখন কৃষক : নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁও জেলা প্রশাসক যখন কৃষক : নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ
ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বালিয়াডাঙ্গীতে সম্মেলনকে কেন্দ্র করে মারপিট : জেলা বিএনপির সংবাদ সম্মেলন বালিয়াডাঙ্গীতে সম্মেলনকে কেন্দ্র করে মারপিট : জেলা বিএনপির সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ের বাহাদুরপাড়ায় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ঠাকুরগাঁওয়ের বাহাদুরপাড়ায় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল
“বাঁধন” ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের ১৫বছর পুর্তি উৎসব “বাঁধন” ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের ১৫বছর পুর্তি উৎসব
ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)