শিরোনাম:
ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

Deshayan
শনিবার ● ২৮ মার্চ ২০২০
প্রচ্ছদ » জাতীয় » ঠাকুরগাঁওয়ে ‘জ্বর-শ্বাসকষ্টে’ একই পরিবারের ৩ সহ ৫ জনকে রংপুরে রেফার্ড
প্রচ্ছদ » জাতীয় » ঠাকুরগাঁওয়ে ‘জ্বর-শ্বাসকষ্টে’ একই পরিবারের ৩ সহ ৫ জনকে রংপুরে রেফার্ড
৩৪৫০ বার পঠিত
শনিবার ● ২৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে ‘জ্বর-শ্বাসকষ্টে’ একই পরিবারের ৩ সহ ৫ জনকে রংপুরে রেফার্ড

---দেশায়ন ডেস্ক : আড়াই বছরের শিশুসহ ঠাকুরগাঁও একই পরিবারের তিনজন ‘জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায়’ আক্রান্ত হয়েছে। শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানিয়েছেন, আড়াই বছরের শিশুসহ স্বামী (৩০) ও স্ত্রী (২৪) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত্ররা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

এরআগে দুপুর আড়াইটার সময় ওই অসুস্থ্ ব্যক্তি মোবাইল ফোনে বলেন, শরীরে জ্বর নিয়ে গত শুক্রবার রাতে আমি ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেক্স ট্রেনে উঠি। শনিবার সকালে ঠাকুরগাঁও-এ নেমে বাড়িতে আসি। বাসায় আসার পর শরীরে জ্বরের তীব্রতা আরও বেড়ে যায়। এর সঙ্গে শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা শুরু হয়েছে। একই সমস্যা আমার স্ত্রী ও ছোট্ট শিশু সন্তানেরও দেখা দিয়েছে। কীভাবে আক্রান্ত হলেন সেই বিবরণ দিতে গিয়ে ঢাকার এই রেস্টেুরেন্ট ব্যবসায়ী জানান, ১৩ মার্চ ঢাকা দণি যুবলীগের আয়োজনে মাদারীপুরে পিকনিকে গিয়েছিলেন। “সেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল। এরমধ্যে একজন জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে জড়িত ছিলেন, তার সংস্পর্শে এসেছিলাম; এরপর থেকে জ্বরে আক্রান্ত হই। অসুস্থ্ ওই ব্যক্তি বলেন, আমি, আমার স্ত্রী ও সন্তানের সবারই প্রচন্ড বুকের ব্যথা হচ্ছে; ঠিকমত শ্বাস নিতে পারছি না।

অন্যদিকে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রেখেছে বলেও জানান তিনি। “কোনো ধরনের চিকিৎসা সেবা পাচ্ছি না। খুব অসহায় হয়ে পড়েছি।”

স্থানীয় চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, আক্রান্ত তিনজনকে হাসপাতালে নেওয়ার জন্য মাইক্রোবাস ভাড়া করেছিলাম; কিন্তু মাইক্রোবাসের চালক যখন শোনেন-তারা জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত, তখন তিনি আর রোগীদের গাড়িতে তোলেননি। এছাড়াও আক্রান্তদের অন্য যানবাহনে করে হাসপাতালে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ যেতে চাচ্ছে না” উল্লেখ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, “আমি এখন কী করব বলেন?

তবে বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, আমাদের স্বাস্থ্য কর্মী ঘটনাস্থলে গিয়েছিল। তারা অসুস্থ্য ব্যক্তিদের সাথে কথা বলে প্রাথমিক নির্দেশনা দিয়ে এসেছে। রোগীদের জ্বরের সাথে শ্বাসকষ্ট আছে প্রসঙ্গে সিভিল সার্জন কিছুই জানেন না। তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল জানান, ঢাকার সাথে যোগাযোগ করে উপরোক্ত ৩ জন ও আইশোলেসনে থাকা ২ জন মিলে মোট ৫ জনকে রংপুরে রেফার্ড করা হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কি হয়েছে নিশ্চিত হওয়া যাবে।





জাতীয় এর আরও খবর

ঠাকুরগাঁওয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে ইএসডিও’র সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে ইএসডিও’র সংবর্ধনা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কাল্পনিক প্রচারণার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কাল্পনিক প্রচারণার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ঠাকুরগাঁওয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ঠাকুরগাঁওয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
আগামীর পররাষ্ট্রনীতি হবে ছাত্র-জনতার মতামতের উপর : কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম আগামীর পররাষ্ট্রনীতি হবে ছাত্র-জনতার মতামতের উপর : কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম
ফুলবাড়িতে বিজিবি-বিএসএফ বৈঠক : সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ ফুলবাড়িতে বিজিবি-বিএসএফ বৈঠক : সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ
ঠাকুরগাঁওয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান ও ড. সেলিমা আখতারকে সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান ও ড. সেলিমা আখতারকে সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ে আয়োডিনযুক্ত লবণের প্রয়োজনীয়তা বিষয়ে মতবিনিময় ঠাকুরগাঁওয়ে আয়োডিনযুক্ত লবণের প্রয়োজনীয়তা বিষয়ে মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আর্কাইভ