শিরোনাম:
ঠাকুরগাঁও, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

Deshayan
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে বীর বিজিবি সদস্যদের কবর সংস্কারের উদ্যোগ
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে বীর বিজিবি সদস্যদের কবর সংস্কারের উদ্যোগ
৯২৫ বার পঠিত
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে বীর বিজিবি সদস্যদের কবর সংস্কারের উদ্যোগ

---দেশায়ন ডেস্ক: গত ১৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও বিজিবি’র ৫০ ব্যাটালিয়নের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ৭১’এর মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি-বিজয়গাঁথা নব প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে খেতাব প্রাপ্ত শহিদ বীর মুক্তিযোদ্ধা বিজিবি সদস্যের কবর চিহ্নিত করে, তার সংস্কার উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফলক ও সাইটেশন স্থাপনসহ তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়।

ঠাকুরগাঁও বিজিবি’র ৫০ ব্যাটালিয়ন এবং জেলা প্রশাসন এর যৌথ সমন্বয়ে বেশ কিছু দিন ধরে এই কবর চিহ্নিত ও সংস্কারের কাজ বেশ কিছুদিন ধরেই চলছিল। এরই ধারাবাহিতকায় দীর্ঘ প্রায় ৪৭ বছর পর শহিদ বীর মুক্তিযোদ্ধা সুবেদার আতাউল হকের কবর চিহ্নিত করা হয়। সেখানে ৩র্৬র্ বাই ৩র্০ মাপের শ্বেত পাথরের একটি নাম ফলক ও সাইটেশন স্থাপন করা হয়। এছাড়া বীর বিক্রম নায়েব নাজিম উদ্দিন, এর কবর সংস্কার করে সেখানে ২৪র্ র্ বাই ১র্৮র্ মাপের শ্বেত পাথরের সাইটেশন এবং নাম ফলক স্থাপন করা হয়। সুবেদার আহমেদ হোসেন, বীর প্রতীক এর কবর এর অবশিষ্ট অংশ সম্পূর্ণ পাকা করা হয়, সেখানে ২৪র্ র্ বাই ১র্৮র্ মাপের শ্বেত পাথরে সাইটেশন ও নাম ফলক স্থাপন করা হয়। এখানে প্রত্যেক শহিদের জন্য দোয়া করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মো. সামসুল আরেফিন পিএসসি, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, সেক্টর সদর দপ্তর এবং ৫০ বিজিবি’র অন্যান্য অফিসারবৃন্দ, ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা সংসদ এর ইউনিট কমান্ডার, ঠাকুরগাঁও এডিএম শীলাব্রত কর্মকারসহ শহিদ মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।
জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে দেশের আপামর জনসাধারণের সাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বিজিবি বা তৎকালীন ইপিআর এর অনেক সদস্য সে সময় সম্মুখ যুদ্ধে অংশ নেন। সময়ের পরিক্রমায় ইতোমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাঁদের অনেকেই। মহানত্যাগী এই মুক্তিযোদ্ধাদের ঋণ কখনও শোধ করা সম্ভব নয়। এমনি কয়জন বীর মুক্তিযোদ্ধা বিজিবি’র সদস্য এই ঠাকুরগাঁওয়ের মাটিতে শুয়ে আছেন। তাদের প্রতি যথাযথ সম্মান দেখানো আমাদের পবিত্র দায়িত্ব। এখনো অনেক শহিদ মুক্তিযোদ্ধার কবর সনাক্ত করা যায়নি। এই বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তি প্রজম্মের কাছে স্মৃতি ধরে রাখতে এবং এই সূর্য সৈনিকদের যোগ্য সম্মান জানাতে ঠাকুরগাঁও ৫০ বিজিবি এই উদ্যোগ গ্রহণ করে। তারই অংশ হিসেবে এই বিজয়ের এ মাসে ঠাকুরগাঁও এর মাটিতে শুয়ে থাকা তিন বীর মুক্তিযোদ্ধা বিজিবি সদস্যের কবর চিহ্নিত এবং সংস্কারের পদক্ষেপ নেন কর্তৃপক্ষ। শহিদ বীর মুক্তিযোদ্ধা সুবেদার আতাউল হক : তিনি তৎকালীন ইপিআর ৯ম উইং দিনাজপুর কুটিবাড়ীতে কর্মরত অবস্থায় তৎকালীন ইপিআর ঠাকুরগাঁওএর সাহায্য চাওয়া হলে তিনি দিনাজপুর হতে এক প্লাটুন সৈন্য নিয়ে ঠাকুরগাঁও গমন করেন এবং পানি উন্নয়ন বোর্ড কলোনী এলাকায় ৩১ মার্চ ১৯৭১ তারিখে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর গুলিতে ঘটনাস্থলে শহিদ হন। পরবর্তীতে তাঁকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী মোড় এলাকায় সমাহিত করা হয়। বীর বিক্রম নায়েব সুবেদার নাজিম উদ্দিন : তিনি তৎকালীন ইপিআর ৯ম উইং দিনাজপুরে কর্মরত অবস্থায় মহান স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। ঠাকুরগাঁও জেলার মুন্ডুমালা এলাকায় সম্মুখ যুদ্ধে প্রতিরক্ষা দায়িত্বে ছিলেন। যুদ্ধে অংশ নিয়ে ১৭ আগস্ট ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নিক্ষিপ্ত গোলার আঘাতে তার ডান পায়ে মারাত্মক খাবে জখম হন এবং তিনি আজীবন পঙ্গু হীবন যাপন করেন। অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয় সম্মান “বীরবিক্রম” খেতাবে ভূষিত করেন। তিনি প্রায় দশ বছর আগে ০৮ ডিসেম্বর ১৯৯৮ সালে মৃত্যু বরণ করেন। বীর প্রতীক সুবেদার আহমেদ হোসেন: তিনি তৎকালীন ইপিআর ৯ম উইং দিনাজপুরে কর্মরত থাকা অবস্থায় মহান স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। পঞ্চগড় জেলার নুনিয়াপাড়া এলাকায় প্রতিরক্ষা অবস্থানে থাকাকালীন ২৭ জুলাই সম্মুখ যুদ্ধে সহযোদ্ধা গুলিবিদ্ধ সিপাহী হামিদুল ইসলামকে নিরাপদ আশ্রয়ে নেয়ার সময় পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে ডান উরুতে মারাত্মকভাবে আহত হন এবং বাম পায়েও গুলিবিদ্ধ হন। অসীম সাহসিকতা সঙ্গে যুদ্ধ করে সহকর্মীকে উদ্ধার করেন। এত মারাত্মকভাবে আহত তবুও তিনি দেশের স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকার সম্মান ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত করেন। তিনি গত ১১ নভেম্বর ২০০৯ সালে মৃত্যু বরণ করেন। ঠাকুরগাঁও বিজিবি’র ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রতিবেদককে জানান,এই তিনজন বীর বিজিবি’র সৈনিকের কবর সংস্কার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারবাহিকতা অব্যাহত থাকবে।





ইতিহাস-ঐতিহ্য এর আরও খবর

স্বনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্বনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ে বি.পি যুব সংঘ ও পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে বি.পি যুব সংঘ ও পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব
ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা
ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)